
শনিবার এক শোকবার্তায় স্পিকার বলেন, 'ফিদেল ক্যাস্ত্রো ছিলেন তার দেশের জনগণের এক অকৃত্রিম বন্ধু ও বিপ্লবী জন নেতা। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিসংগ্রামের অন্যতম সমর্থক। জনগণের কল্যাণে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।'
স্পিকার বলেন, 'আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি' জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তার এ বিখ্যাত উক্তি তাকে বাংলাদেশের জনগণের অন্তরে চিরস্থায়ী করে রেখেছে। তার মৃত্যু বিশ্বের একজন বিপ্লবী নেতার মৃত্যু।
স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পৃথক শোকবার্তায় কিউবার বিপ্লবী নেতা ও সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইফ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। -বাসস।