নির্যাতনের শিকার হচ্ছে আইএসের সহযোগী ইরাকিরা

Unknown
সেবা ডেস্ক:  ইরাকের মসুলে আইএস বিরোধী অভিযানে পার্শ্ববর্তী গ্রামগুলো দখলে নেয়ার পর সেখানে থাকা ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি গোষ্ঠীর স্থানীয় সহযোগীদের জনসম্মুখে নির্যাতন, মারধর ও অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দাবি সৈন্যরা প্রতি হিংসা পরায়ণ হয়ে এই কাজ করছে।
 
মসুলের পূর্বাঞ্চলের শহরতলী দখলে নেয়ার পর সেখানে আর আইএস সদস্য লুকিয়ে আছে কিনা তা খোঁজার জন্য বিশেষ বাহিনী প্রেরণ করা হয়েছে বুধবার।
 
এদিকে মসুলে থাকা আইএস জঙ্গিদের উদ্দেশ্যে তাদের নেতা আবু বাকর আল-বাগদাদি এক অডিও বার্তায় বলেন, দখল করা ভূমি ছেড়ো না। 'আল্লাহর শত্রুদের' বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও।
 
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে মসুল শহর দখল নিয়ে রেখেছিল আইএস। গত ১৭ দিন ধরে শহরটি পুনরুদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছে ইরাকি সরকার। এই হামলার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরাকি সরকার বাহিনীর সঙ্গে একত্রে যুদ্ধ করছে কুর্দিশ পেশমার্গা যোদ্ধা, শিয়া মিলিশিয়া বাহিনী এবং সুন্নি আরব উপজাতি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top