মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে ১৭ উপায়

Unknown
সেবা ডেস্ক:  মানুষের ভালো-মন্দ, জ্ঞান-বিজ্ঞান, কৌশল, শারীরিক যোগ্যতা, মানসিক উন্নয়ন সব কিছুরই নিয়ন্ত্রক মস্তিষ্ক বা ব্রেইন। এই মস্তিষ্ক যিনি যতটা সক্ষম ও সচল রাখতে পারবেন তিনি ততটা বুদ্ধি, প্রজ্ঞা ও কৌশল দিয়ে জগত্টাকে জয় করতে পারবেন। তাই মস্তিষ্ক শক্তি কিভাবে বাড়াবেন তাই নিয়ে ১৭টি টিপস এখানে তুলে ধরা হলো:

১. হঠাৎ করে উত্তেজিত হবেন না। পরিস্থিতি মূল্যায়নে যথেষ্ট সময় নিন। প্রয়োজনে সমমনাদের সঙ্গে আলাপ করুন।
 
২. বিষয়টি সহজ হলেও সমাধানে জটিলতা নিয়ে আগে ভাবুন।
 
৩. সবকিছু যুক্তি দিয়ে সমাধানের চেষ্টা করুন।
 
৪. নিয়মিত ব্যায়াম করুন।
 
৫. ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে চেষ্টা করুন।
 
৬. প্রচুর পরিমাণ পানি পান করুন।
 
৭. সবসময় হাসি-খুশি থাকুন।
 
৮. কাজের ভেতর থাকতে চেষ্টা করুন।
 
৯. পরিমিত ঘুমাতে চেষ্টা করুন।
 
১০. অবসরে কম শব্দে খানিকটা সঙ্গীত উপভোগ করুন।
 
১১. কোন কিছু নিয়ে বেশি ভাববেন না।
 
১২. দ্রুত পড়ার অভ্যাস করুন।
 
১৩. প্রিয়জনের নাম মনে করার চেষ্টা করুন।
 
১৪. প্রকৃতি নিয়ে ভাবুন।
 
১৫. বন্ধুদের সহায়তার চেষ্টা করুন।
 
১৬. সমস্যার গভীরে যাবার চেষ্টা করুন।
 
১৭. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top