শেরপুরে পৌর কর্মচারীকে লাঞ্ছিত করায় প্যানেল মেয়র পদ হারালেন কাউন্সিলর বিদ্যুৎ ॥ 

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে শেরপুর পৌরসভায় প্রকাশ্যে জুয়েল মিয়া (৩০) নামে এক কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় প্যানেল মেয়র-২ পদ হারালেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুর রহমান বিদ্যুৎ। ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌর পরিষদের জরুরি সভায় উপস্থিত কাউন্সিলররা তার প্রতি অনাস্থা জ্ঞাপন করায় তিনি ওই পদ হারান। একইসাথে ঘটনার বিষয়ে দ্রুত আপোস-রফা না করলে তার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ প্রেরণ এবং তার সহযোগী সাজু মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  গ্রহণের কথাও জানানো হয়। অন্যদিকে পৌর পরিষদের জরুরি সভার পর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক যৌথ সভা অনুষ্ঠানের পরপরই তারা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন এবং সেইসাথে খুলে দেন পৌর অফিসে ঝুলিয়ে দেয়া তালা।


এ বিষয়ে পৌর কর্মচারী সংসদের সভাপতি মুসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান ঝন্টু জানান, কাউন্সিলর তৌহিদুর রহমান বিদ্যুতের ওই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা কর্মবিরতি পালনসহ সকল শাখার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার প্রেক্ষিতে পৌর পরিষদ জরুরি সভায় মিলিত হয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পৌর সচিব আবু লায়েস মোঃ বজলুল করিম জানিয়েছেন, কর্মচারী সংসদের কর্মসূচির সাথে পৌর কর্মকর্তারাও একাত্মতা পোষণ করায় পৌর পরিষদ জরুরি ভিত্তিতে সময়োচিত পদক্ষেপ নেওয়ায় কর্মসূচী প্রত্যাহার হয়েছে। আর এর মধ্যে দিয়ে পৌরসভার কার্যক্রমে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।
এ ব্যাপারে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, বিধি মোতাবেক কাগজপত্র ছাড়া জন্মনিবন্ধনের জন্য চাপ দিয়ে তা না পেয়ে কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় পৌর কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে কর্মসূচী ঘোষণা করায় পরিস্থিতির আলোকে পরিষদের জরুরি সভায় কাউন্সিলর তৌহিদুর রহমান বিদ্যুতের বিরুদ্ধে উপস্থিত কাউন্সিলরগণ অনাস্থা  প্রকাশ করায় তাকে প্যানেল মেয়র-২ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার বিষয়ে দ্রুত আপোস-রফা না করলে তার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা  গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ প্রেরণ এবং তার সহযোগী সাজু মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, কাউন্সিলর তৌহিদুর রহমান বিদ্যুৎ বেলা সাড়ে ১১টার দিকে তার এক ঘনিষ্ঠ জনকে জন্মনিবন্ধনের জন্য পৌরসভায় পাঠান। পৌরসভার জন্ম নিবন্ধক আসাদুজ্জামান আসাদের ছুটিতে ওই দায়িত্বে থাকা টিকাদানকারী জুয়েল মিয়া বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জন্মনিবন্ধন দিতে অপারগতা প্রকাশ করলে খবর পেয়ে পৌরসভায় ছুটে যান কাউন্সিলর বিদ্যুৎ। তিনি কাগজ-পত্র ছাড়াই ফের জুয়েল মিয়াকে জন্মনিবন্ধন দিতে চাপ দিলে তিনি অস্বীকার করামাত্রই তার উপর শারীরিক নির্যাতন শুরু করেন। ওই অবস্থায় বিদ্যুতের সাথে থাকা সাজু মিয়া নামে এক যুবকও তার উপর হামলা চালায়। পরে অফিস কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে গেলে কাউন্সিলর বিদ্যুৎ সঙ্গে থাকা যুবককে নিয়ে দ্রুত সটকে পড়ে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top