কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া উপজেলার পৌর শহরের শেখ কামাল ব্রিজের নিচে এপ্রোচ লাগেয়া সড়কে পৌর যুবলীগ সহ-সভাপতি মোঃ শাহিন গাজী অটোবাইক চালকদের হামলায় গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার সকালে শাহিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, ব্রিজের নিচে এবং এ্যপ্রোচ সংলগ্ন সড়কে অটোবাইকের যানজট লেগেই থাকে। শাহিন এক অটোরিক্সার চালককে গাড়ি সরানোর জন্য সামনে যেতে বলেন। কিন্তু অটোচালক উল্টো শাহিনের সঙ্গে ঝগড়া করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায় ১০-১৫ জন অটোচালক মিলে তার ওপর হামলা চালায়।
