চীনে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র ধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  চীনের একটি নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। শিল্পাঞ্চলে সর্বশেষ এই দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে মালোচনার ঝড় ওঠে। ইন্টারনেট ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বৃহস্পতিবার ভোরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংজি প্রদেশের গানেং ফেংচেং বিদ্যুৎ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। একটি কুলিং টাওয়ারের ৭০ মিটারের বেশি (২৩০ ফুট) উঁচু মঞ্চ ধসে পড়ে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় ৭৪ জনের মৃত্যু নিশ্চিত ও ২ জন আহত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী লোকটির বয়স ২৩ বছর।
জিয়াংজি’র ভাইস গভর্নর লি ইহুয়াং ও অপর দুই কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে নিহতদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

এ সময় তারা নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, তারা এই দুর্ঘটনায় ‘অত্যন্ত দুঃখ পেয়েছেন’।টেলিভিশনের ফুটেজে উদ্ধার কর্মীদেরকে ঘটনাস্থল থেকে স্ট্রেচারে করে কমলা রঙের কাপড়ে মোড়া লাশ বের করে আনতে দেখা গেছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top