সেবা ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সেলিনা হায়াৎ আইভী ২০১১ সালের সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন তখন তিনি সেনাবাহিনী মোতায়নের দাবিও জানিয়েছিলেন। এখন তিনি উল্টো কথা বলছেন। এবার তো প্রশাসন তার পক্ষে থাকবে, তাই বলছেন সেনাবাহিনী প্রয়োজন নেই।
রিজভী বলেন, বর্তমান প্রশাসন সরকারের আজ্ঞাবহ। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে সেনা মোতায়েন করতে হবে। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, ‘ভোটগ্রহণের আগেই যেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের নামাজে জানাজা অনুষ্ঠিত না হয় সেদিকে নির্বাচন কমিশনকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচন যাতে প্রতিযোগিতামূলক, সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ হয় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভয়ভীতিহীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেটি যেন বর্তমান নির্বাচন কমিশন তাদের বিদায়ের আগে নিশ্চিত করতে পারে তা দেখতে দেশবাসী তাকিয়ে আছে।’
তিনি বলেন, ‘নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ সবখানে উচ্চারিত হয়ে আসছে। এতে যদি নূন্যতম গ্লানিবোধ কমিশনের হয়ে থাকে তাহলে নাসিক নির্বাচন নিরপেক্ষ করার জন্য তারা উদ্যোগী হবে। এ জন্য কমিশনকে অবিলম্বে নারায়ণগঞ্জের দলবাজ প্রশাসনকে সরিয়ে দিয়ে নিরপেক্ষ প্রশাসন বসাতে হবে।’
নির্বাচনি প্রচারণায় নামবেন খালেদা জিয়া। আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে ভোট চাইতে প্রচারণায় নামবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাংবাদিকদের বলেন, ‘বিএনপি নারায়ণগঞ্জের সিটি নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এজন্য দলীয় প্রধানের প্রচারণায় অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। জানা গেছে, খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার শেষ দিকে নারায়ণগঞ্জে যাবেন। এর আগে প্রতীক বরাদ্দের পর বিএনপির কেন্দ্রীয় নেতারা কয়েকটি ভাগে ভাগ হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে পথসভা করবেন।
