মঞ্চে চলছে থিয়েটার আর্টের ‘মর্ষকাম’

Unknown
সেবা ডেস্ক:  মঞ্চে এসেছে থিয়েটার আর্ট ইউনিটের ১৯তম প্রযোজনায় নাটক ‘মর্ষকাম’। নাটকটি আনিকা মাহিনের লেখা ও রোকেয়া রফিকের নির্দেশনায় মঞ্চস্থ হচ্ছে। আজ বুধবার ছিল প্রদর্শনীর দ্বিতীয় দিনের আয়োজন।
 
ক্ষমতার হাত বারবার বদল হয়। যুগে যুগে ঠিক সেভাবেই হয়ে আসছে। থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক মর্ষকাম ক্ষমতার সেই পালাবদলের উপাখ্যান, যা বিশ্বময় ধ্বংস করে চলেছে বিপ্লবের নতুন অঙ্কুরিত বীজ।
 
মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে  নাটকটির উদ্বোধনী করা হয়, বুধবার ছিল প্রদর্শনীর দ্বিতীয় আয়োজন। মর্ষকাম তিন অঙ্কের নাটক। তিনটি পৃথক অঙ্কে চক্রাকারে পুনরাবৃত্ত হয় একই নাটক, তিনটি ভিন্ন রূপে। প্রতিটি অঙ্কে বারবার ফিরে আসে একই সব চরিত্র প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী, সচিব, জেনারেল ও ‘মিস্টার এক্স’ নামের একটি বিশেষ চরিত্র।
  
নাটকে দেখা যায়, বারবার প্রতিরোধ গড়ে ওঠে, পরিবর্তিত হয় পুরোনো রাজনৈতিক দৃশ্যপট, আর শুরু হয় নতুন রাজনৈতিক পটভূমির কোনো এক ভিন্ন স্থানে, ভিন্ন আঙ্গিকে। কিন্তু অবসান হয় না সেই পুরোনো রাজনৈতিক ক্রিয়ার, সেই আদি ও অকৃত্রিম খেলার। 
 
মর্ষকাম নাটকে অভিনয় করেছেন মেহমুদ সিদ্দিকী, নুরুজ্জামান বাবু, মাহফুজ সুমন, এস আর সম্পদ, সজল চৌধুরী, সেলিম মাহবুব, স্বাধীন শাহ, মোহাম্মদ বারীসহ অনেকে। মঞ্চ পরিকল্পনা শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনা সেলিম মাহবুব ও আলোক পরিকল্পনা করেছেন আবু সুফিয়ান। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top