সেবা ডেস্ক: প্রায় এক মাস বাংলাদেশ সফর শেষে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ল ইংল্যান্ড ক্রিকেট দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বুধবার দুপুরে মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ে ইংলিশরা।
ভারত সফরে পাঁচটি টেস্ট, ৩টি করে ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে কুকবাহিনী। সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট সিরিজে অংশ নেয় ইংলিশরা। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে বাটলারের দল। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হার মানে ইংল্যান্ড। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজ জিতে নেয় সফরকারীরা।
দুই ম্যাচের টেস্ট সিরিজেও শুভ সূচনা করেছিলো ইংল্যান্ড। ২২ রানে চট্টগ্রাম টেস্ট জিতে তারা। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের কাছে ১০৮ রানে হারের লজ্জা পায় ইংলিশরা। ফলে ১-১ সমতায় শেষ হয় টেস্ট সিরিজটি। তিনদিনে দ্বিতীয় ও শেষ টেস্ট হারলেও, পরের দু’দিন বাংলাদেশেই অবস্থান করে ইংল্যান্ড। আগের থেকেই ফ্লাইট বুকিং থাকায় নির্ধারিত সময় অর্থাৎ আজ ঢাকা ছাড়তে হয় কুক-স্টোকসদের।