
শনিবার সকালে এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। তারা মোটা অংকের টাকার বিনিময়ে অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে ভর্তি পরীক্ষা চলাকালে উত্তর সরবরাহ করতো বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ক্যালকুলেটরে গ্রামীণ ফোনের সিম লাগানো ১৬টি ডিভাইস উদ্ধার করা হয়।
আটককৃত ইশরাত ইমতিয়াজ হৃদয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এবং আল আমিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং ও টি টেকনোলজি বিভাগের ২য় বর্ষ প্রথম সেস্টিারের ছাত্র। আটককৃত দুজনেরই বাড়ি বগুড়া জেলায়।
এছাড়া পুলিশ আরো ৬ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. রাশেদ তালুকদার জানান, সকালে পরীক্ষায় জালিয়াতির সময় ইলেক্টট্রিক ডিভাইসসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে জালিয়াত চক্রের বাকি ৬ জনকে আটক করা হয়েছে।