‘বিজ্ঞাপনের সাম্প্রতিক প্রবণতা’ নিয়ে সেমিনার

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বিজ্ঞাপনের সাম্প্রতিক প্রবণতা’ বিষয়ে দিনব্যাপী সেমিনারের অনুষ্ঠিত হল। শনিবার সাংবাদিকতা বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 
 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অ্যাডকমের প্রধান নির্বাহী গীতিআরা সাফিয়া চৌধুরী।
 
তিনি বলেন, শুধু প্রচারের জন্যই নয়, বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে ভোক্তার অধিকার আর সামাজিক দায়বদ্ধতা গুরুত্ব দেয়া উচিৎ। তিনি আরো বলেন বিজ্ঞাপনে নতুন প্রজন্মের যারা আসছেন তাদের আরো নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করতে হবে।
 
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ-এর প্রধান প্রফেসর কাজী আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মিসেস ফাতিনাজ ফিরোজ।
 
সেমিনারে আরো উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার আবদুল মতিন এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top