ভারতের বাতিল নোট দিয়ে তৈরি হবে জমির সার!

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ভারতের বাতিল হওয়া ৫০০ ও এক হাজার রুপির নোটগুলোর মূল্যমান প্রায় ৯ হাজার কোটি সমপরিমাণ। এ বিশাল অঙ্কের অর্থ এখন নষ্ট করে ফেলা হবে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক চাইছে এ অর্থ নষ্ট না করে প্রক্রিয়াজাত করে কাগজ ও কাগজ জাতীয় পণ্য হিসেবে কাজে লাগাতে। সেক্ষেত্রে এ নোটগুলোকে কাটিং মেশিনের সাহায্যে কেটে টুকরো টুকরো করে মেশিনের সাহায্যে এগুলোকে মণ্ড করে প্রক্রিয়াজাত করা হবে। এই প্রক্রিয়াজাত মণ্ড দিয়ে ক্যালেন্ডার, পেপারওয়েটের মতো বিভিন্ন কাগজজাত সামগ্রী উৎপাদন করা হতে পারে।

সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, এ মণ্ডগুলোকে গুঁড়ো করে ফসলের ক্ষেতে ছড়িয়ে দেয়া হতে পারে। জমির উর্বরতা বাড়াতেই তা করা হবে। এছাড়া নোটগুলো আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত কয়লার বড়ির মতোও বানানো হতে পারে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top