এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এস.এস.সি (ভোকেশনাল) ফরম পুরণে অনিয়মের অভিযোগ ওঠেছে।এলাকাবাসি ও অভিভাবকদের অভিযোগ সূত্রে জানাগেছে, ২০১৭ ইং সালে অনুষ্ঠিত এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ফরম পূরণে কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায় করেছে। শিক্ষার্থীদের অভিভাবকরা প্রধান শিক্ষকের নিকট অতিরিক্ত ফি আদায়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফরম পূরণের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করেছে এবং তাদের ফরম পূরণের দায়ীত্ব দিয়েছে। ম্যানেজিং কমিটির সিদ্ধান- মোতাবেক তারা পরীক্ষার্থী প্রতি ২ হাজার ৫ শত টাকা করে আদায় করে ফরম পূরণ করছে। কিন' পরীক্ষার্থীদের ফরম পূরণের কোনো রশিদ প্রদান করা হচ্ছে না। বোর্ড নির্ধারিত ফি ১ হাজার ৮০ টাকার পরিবর্তে ২ হাজার ৫ শত টাকা আদায় করে ৪০ জন পরীক্ষার্থীর নিকট ৫৬ হাজার ৮ শত টাকার অনিয়মের অভিযোগ করেছে অভিভাবকরা।
এ ব্যাপারে ফরম পূরণ কমিটির সদস্য সহকারি শিক্ষক মনিরুজ্জামান বিএসসি জানান, কমিটি আমাকে ফরম পূরণের জন্য পরীক্ষার্থী প্রতি ২ হাজার ৫ শত টাকা করে আদায়ের দায়ীত্ব দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক মাহফুজুল হক বলেন, বকেয়া বেতনসহ পরীক্ষার্থী প্রতি ২ হাজার ৫ শত টাকা করে আদায় করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের ফরম পূরণের কোনো নির্দেশনার কাগজ আমাদের কাছে আসে না। সে কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এ ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করে না। উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনকে অতিরিক্ত ফি আদায়ের কথা অবগত করা হলে তিনি বলেন, বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণ করা হবে।