আব্দুল মতিন,বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় নির্বাচনোত্ত্বর সহিংসতায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি। আটককৃতদের ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছিল বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।গতকাল বুধবার ঝিকরা ইউনিয়নের নির্বাচনোত্ত্বর সহিংসতার ঘটনাটি স্থানীয় সংবাদ মাধ্যম গুলো ফলাও করে প্রকাশ করে। গনমাধ্যমে প্রকাশিত সংবাদ গুলো দেখে গতকাল বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন আসেন রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁইয়াসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন। পুলিশ সুপারের সামনেই বাগমারার ওসি সেলিম হোসেনের বিররুদ্ধে অভিযোগ করলেন ওই ঘটনায় নির্যাতিত এলাকার লোকজন। পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানা গেছে এবং ব্যবস্থা নেয়ার আস্বাশ দিয়েছেন নির্যাতিত পরিবারের সদস্যদের।
গত সোমবার নির্বাচনের পর থেকে রাতে ও পরের দিন মঙ্গলবারে উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী সংঘর্ষ ও হামলায় মহিলাসহ ১৭ জন আহত হয়েছিলেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। এছাড়াও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ হামলার শিকার একই পরিবারের ৫ জনকে আটক করে জেল হাজতে প্রেরন করেছেন।
গত সোমবার উপজেলার ঝিকরা ইউনিয়নের সাবেক ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নজিবর রহমানের স্ত্রী আসমা বেগম ও আতাউর রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগমের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনে নজিবর রহমানের স্ত্রী আসমা বেগম আতাউর রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগমের কাছে পরাজিত হয়। নির্বাচনে পরাজিত প্রার্থীর বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। ওই ঘটনার প্রতিরোধে এলাকার লোকজন এগিয়ে আসলে বাড়ীর লোকজন ও মহিলাসহ ১৩ জন আহত হয়। আহততের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঝিকরার মরুগ্রামের ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক নেতাদের সাথে আইন শৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভায় বাগমারা থানায় মিলিত হন। সভায় এলাকার আইন শৃংখলা বিষয়সহ বিভিণ্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া ছাড়াও অংশ গ্রহন করেন, সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আসলাম আহম্মেদ, বাগমারা থানার ওসি সেলিম হোসেন, ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ সহ নব নির্বাচিত জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।