সেবা ডেস্ক: ধর্ষণ মামলার এক আসামিকে পুলিশের কাছে সোপর্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই আসামির জামিন আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশণ বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এরপরই আসামি নয়নকে পুলিশের হাতে সোপর্দ করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাট চান্দিনা গ্রামের মতিউর রহমান ওরফে জজ মিয়ার ছেলে মো. নয়নের বিরুদ্ধে গত ২৭ জুলাই ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। মামলাটি কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। এই মামলায় মঙ্গলবার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান নয়ন। তার পক্ষে আইনজীবী হারুনুর রশিদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফজলুর রহমান খান শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দিয়ে উপরোক্ত আদেশ দেয়।
ফজলুর রহমান খান বলেন, আসামির জামিন আবেদন খারিজ করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। যদি এটা করা না হত তাহলে ওই আসামি পালিয়ে যেত।