সেবা ডেস্ক: ঝিনাইদহে অভিযান চালিয়ে একটি বিদেশি নাইন এম এম পিস্তল, ৫টি গুলি ও ১টি ম্যাগজিনসহ বোরহান উদ্দিন নামে চরমপন্থী দলের এক সদস্যকে আটক করেছে র্যাব। র্যাব- ৬ এর একটি টহল দল আজ মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করে। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বরিশখালী গ্রামে।
র্যাব- ৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ জানান, তারা গোপন সূত্রে খবর পান বোরহান উদ্দিন কোন অপরাধ ঘটানোর জন্য সরোজগঞ্জ বাজার এলকায় অবস্থান করছেন। র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫টি গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। তিনি চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির একজন সদস্য। অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাব কর্মকর্তা আরো জানান।
