হিলারিই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট

Unknown
সেবা ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনই বিজয়ী হবেন বলে মনে করেন মার্কিন কংগ্রেসম্যান নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাংলাদেশি আমেরিকান ড. রশীদ মালিক। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে তার সমর্থনে আয়োজিত এক ফান্ডরেইজিং অনুষ্ঠানে তিনি নিজেও জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করে নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক এলায়েন্স। ড. রশীদ মালিক ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ার ডিসট্রিক্ট-৭ আসন থেকে মার্কিন কংগ্রেসের সদস্য পদে প্রার্থী হয়েছেন। বিজয়ী হলে তিনিই হবেন একমাত্র বাংলাদেশি আমেরিকান কংগ্রেসম্যান।
 
সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম, আইটি বিশেষজ্ঞ প্রকৌশলী আবু হানিপ, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ রহমান মান্নান, রিয়েল এস্টেট ব্যবসায়ী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।
 
অনুষ্ঠানে কংগ্রেসম্যান প্রার্থী ড. রশীদ মালিক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাংলাদেশিকে তার নেতৃত্ব ও অধিকার প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে যোগ দিতে হবে। নির্বাচনের দিন সবাই যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যতকিছুই ঘটুক না কেনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনই জয়ী হবেন।
 
ড. রশীদ মালিক বলেন, যুক্তরাষ্ট্রকে ভালবাসুন এবং নির্বাচনের দিন ভোট প্রদান করে ডেমোক্রেটিক পার্টি তথা আমেরিকান মূল্যবোধকে জাগ্রত রাখুন। তিনি হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট হিসেবে জয়যুক্ত করার আহ্বান জানান। পাশাপাশি মাইক্রো-ইন্টারপ্রিনারশিপ পদ্ধতিকে প্রতিষ্ঠা করতে এবং সেই সাথে যোগাযোগ ব্যবস্থা, ইউনিভার্সাল হেলথ ও ইউনিভার্সাল শিক্ষা পদ্ধতিকে মূলধারার জীবন-ব্যবস্থায় চালু করতে তাঁকে ভোট দেয়ার অনুরোধ জানান।
 
উল্লেখ্য, ড. রশীদ মালিক গত ২০১০ সালে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জর্জিয়া স্টেট হাউজ অব রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর ২০১২ সালে জর্জিয়া স্টেট সিনেটর পদেও দ্বিতীয়বার প্রার্থী হন। কিন্তু একবারও জয়ী হতে পারেননি। তবে এবার ডেমোক্রেটিক পার্টি তাকে স্টেট নির্বাচনের পরিবর্তে ইউএস কংগ্রেস নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। এর আগে মিশিগান থেকে বাংলাদেশী বংশোদ্ভূত হ্যানসেন হাশিম ক্লার্ক কংগ্রেসম্যান (২০১১-২০১৩) নির্বাচিত হয়েছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top