সেবা ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা উপলক্ষে ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ক্লাস ও সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে।
এদিকে ২ ও ৩ ডিসেম্বর সংশ্লিষ্ট বিভাগসমূহের সান্ধ্যকালীন প্রোগ্রামের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম. আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
