সেবা ডেস্ক: আসছে ডিসেম্বরের সম্ভাব্য ২০ তারিখ নাগাদ কারিনা কাপুরের সন্তান পৃথিবীর আলো দেখতে পারে বলে জোর আলোচনা চলছে বলিউড পাড়ায়। আর এটি নিশ্চিত করেছেন স্বয়ং কারিনার বাবা রানধির কাপুর।
রানধির নিজেও মুখিয়ে আছেন নাতিকে কোলে নেওয়ার জন্য। এ বিষয়ে তিনি বলেন, প্রসবের সম্ভাব্য দিন অনুমান করা হয়েছে ২০ ডিসেম্বর। আমরা এখনো বলতে পারিনা তার স্বাভাবিকভাবে বাচ্চা হবে নাকি অস্ত্রোপচার করতে হবে। ডেলিভারির সময় ডাক্তাররা অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নিবেন। এখন আমরা শুধু নাতির মুখ দেখার অপেক্ষায় আছি।
