শান্তি ও উন্নয়নের প্রশ্নে শেখ হাসিনার বিকল্প নেই : নাসিম

Unknown
সেবা ডেস্ক:  স্বাস্থ্যমন্ত্রী  মোহাম্মদ নাসিম বলেছেন, শান্তি ও উন্নয়নের প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আলোকিত হয়েছে। 
 
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইলে প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নব নির্মিত ভবন উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে মানুষ পুড়িয়ে হত্যা করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই ভোটের মাধ্যমে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। 
 
গান্ধাইল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপত্বি করেন সিরাজগঞ্জ পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহীন হাসান। সমাবেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মাদ ওয়াহিদ হোসেন এনডিসি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, সিভিল সার্জন ডা. শেখ মঞ্জুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিয়া, কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান বক্তব্য রাখেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top