সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল : নৌপরিবহন মন্ত্রী

Unknown
সেবা ডেস্ক:  নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তান এখন সন্ত্রাস রপ্তানি করে আর আমরা খাদ্য রপ্তানি করি। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা ক্ষমতায় এনেছেন বলেই সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল।
 
শুক্রবার বিকেলে  ভোলা সদরের ইলিশা ফেরিঘাট ও নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
সমাবেশে পানি সম্পদমন্ত্রী  আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতেই ভোলার নদী ভাঙন রোধে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গ্যাস সমৃদ্ধ ভোলাকে যে কোন মূল্যে রক্ষা করা হবে।
 
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে সভায় পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা ও আওয়ামী লীগের নেতারা  উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top