
শুক্রবার বিকেলে ভোলা সদরের ইলিশা ফেরিঘাট ও নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সমাবেশে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতেই ভোলার নদী ভাঙন রোধে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গ্যাস সমৃদ্ধ ভোলাকে যে কোন মূল্যে রক্ষা করা হবে।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে সভায় পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।