সেবা ডেস্ক: উপজেলা সরকারি হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অবৈধ দোকান ও স্থাপনা। হাসপাতালে ঢোকার মুখে সড়কে প্রায় ২০টি দোকান তুলে ভাড়া দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। এ কারণে হাসপাতালে ঢোকার মুখে বিড়ম্বনায় পড়তে হয় রোগী ও স্বজনদের।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের সামনে সড়ক ও জনপথের সড়ক এবং নালার ওপর কিছু সেমিপাকা, কিছু কাঁচা দোকান তোলা হয়েছে। হাসপাতালের সীমানা দেয়াল ঘেঁষে সড়কের দিকে দুই সারি পর্যন্ত দোকান নির্মাণ করা হয়েছে। সড়কের দুই পাশে সব মিলিয়ে ২০টি দোকান রয়েছে। এর কারণে সড়কটি সরু হয়ে গেছে। হাসপাতালে ঢোকার মুখটিও সংকুচিত হয়ে পড়ছে। এলাকার প্রভাবশালী লোকজন এই বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছে।
কয়েকজন দোকানের মালিক বলেন, ‘সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে আমরা দোকান তুলে ভাড়া দিচ্ছি।
রায়পুর পৌর মেয়র ইসমাইল খোকন বলেন, ‘সড়ক ও জনপথের রাস্তা দখল করে এসব দোকান উঠেছে। দিন দিন দোকানের সংখ্যা বাড়ছে। তারা কাউকে ভাড়াও দেয় না। লিখিতভাবে বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হবে। এদের উচ্ছেদ করা জরুরি।’
লক্ষ্মীপুর সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী রায়পুরের দায়িত্বে থাকা আবদুর রহিম বলেন, কোনো প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে সড়ক ও জনপথের জায়গা দখল করে এসব দোকানপাট তোলা হয়েছে। খুব দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করে এসব জায়গা দখল মুক্ত করা হবে।