সিলেটে হকার্স 'দের কমিশন বৃদ্ধির দাবীতে প্রথম আলো পত্রিকা  বয়কর্ট ঘোষণা !   

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  মো. রমজান আলী, সিলেট প্রতিনিধি: শনিবার ২৬-১১-২০১৬ সকাল থেকে সিলেটের পত্রিকা সরবরাহকারীরা (হকার) দৈনিক প্রথম আলো পত্রিকা বিলি করা থেকে বয়কর্ট কর্মসূচী পালন করছে ।
কারণ হিসাবে তারা উল্লেখ করেন - আমরা বিগত ২০১১ সাল থেকে প্রথম আলো পত্রিকার কর্তৃপক্ষ ও সিলেটের এজেন্ট সাজু নিউজ এজেন্সির কাছে দাবী জানিয়ে আসছি যে , আমাদের কে ২৫% কমিশন এর সাথে আর মাত্র ৫% কমিশন বাড়িয়ে দেওয়া হোক । তাহলে আমরা বর্তমান সময়ের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে কিছুটা হলে ও তাল মিলিয়ে চলতে পাড়বো । কিন্তু তারা আমাদের দাবী না মেনে বরং উল্টো আমাদের কে বিভিন্ন ভাবে হুমকি - ধামকি দিয়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন কে বাধাগস্ত করা ছাড়াও নিজেরা বাজারে গিয়ে পত্রিকা বিলি করার পাঁয়তারা শুরু করে । তাই আমরা বাধ্য হয়ে আজকে থেকে প্রথম আলো পত্রিকা বিলি করা থেকে বিরত থাকছি এবং তা অব্যাহত থাকবে আমাদের দাবী অনুযায়ী ৫% কমিশন বৃদ্ধি না করা পর্যন্ত ।
দৈনিক প্রথম আলো পত্রিকার সিলেটের এজেন্ট সাজু নিউজ এজেন্সি ও অন্যান্য সকল পত্রিকার এজেন্ট পৌর বিপণী মার্কেট , পূর্ব বন্দর বাজার , সিলেট এ অবস্থিত ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top