এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বালতিতে রাখা পানিতে পড়ে সানজিদা নামে এক বছর এক মাস বয়সের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ২৬ নভেম্বর শনিবার দুপুরে পশ্চিম বেলতৈল তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সফিকুল ইসলামের মেয়ে।
জানা গেছে, বাড়ীর আঙ্গিনায় বালতিতে রাখা পানিতে শাঁখ ভিজিয়ে রাখে তার মা। এ সময় সানজিদা বালতির কাছে গিয়ে খেলতে খেলতে বালতির পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। স'ানীয় ইউনিয়ন চেয়ারম্যান নূরল আমিন দোলা বিষয়টি নিশ্চিত করেছেন।