সেবা ডেস্ক: নতুন রাজা হিসেবে রাজপুত্র মাহা ভাজিরালংকর্নের নাম ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে থাইল্যান্ড। দেশটির পার্লামেন্ট মাহা ভাজিরালংকর্নের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে। সিংহাসনে আরোহণের আগে তাকে এই আমন্ত্রণ গ্রহণ করতে হবে। চলতি বছরের ১৩ অক্টোবর দেশটির রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যু হয়। তার মৃত্যুতে থাইল্যান্ড জুড়ে এখনো শোকের ছায়া রয়ে গেছে।
রাজপুত্র ভাজিরালংকর্নই পিতার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হয়। কিন্তু এরআগে দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, রাজপুত্র চান নতুন রাজা হিসেবে দায়িত্বগ্রহণের বিষয়টি অন্ততপক্ষে একবছর স্থগিত রাখা হোক। তিনি রাজা হওয়ার আগে রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার জন্য থাই জনগণকে সময় দিতে চান। তখন এই কারণই আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
থাইল্যান্ডের পার্লামেন্টের নেতারা আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক আমন্ত্রণ নিয়ে রাজপুত্রের সঙ্গে সাক্ষাত্ করবেন বলে ধারণা করা হচ্ছে। রাজপুত্র সেই আমন্ত্রণ গ্রহণ করার পর নতুন রাজা হিসেবে তার নাম ঘোষণা করা হবে। বর্তমানে রাজপ্রতিনিধি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দা দায়িত্ব পালন করছেন।
