এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার শিমক্ষেত মোজাইক রোগে আক্রান্ত হয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন শিম চাষীরা।
কৃষি বিভাগ বলছে, এ মোজাইক রোগটি ভাইরাস জনিত রোগ। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে শীতকালিন শাক-সবজি আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার হেক্টর। তারমধ্যে শিমচাষের লক্ষমাত্রা ১শ’ ৩৭ হেক্টর।
সন্ধ্যাকুড়া গ্রামের কৃষক মো. শাহাদাত হোসেন, ওমর আলী ও বানেছা বেগম জানান, তাদের আবাদকৃত শিম গাছের পাতায় এক ধরনের রোগ দেখা দিয়েছে। কৃষি উপসহকারী ও বিভিন্ন কীটনাশক কোম্পানী প্রতিনিধিদের দেয়া কীটণাশক প্রয়োগ করেও পাতা পচন ও মড়ক রোধ হচ্ছে না।
ফলে তারা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী বলেন, এটি একটি মোজাইক নামের ভাইরাস জনিত রোগ। এ রোগের কোন প্রতিষেধক নেই। তবে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে এর পচন রোধ নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
