তামিমের ব্যাটে খুলনা টাইটান্সকে হারালো চিটাগাং ভাইকিংস

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইটান্সকে ৫ উইকেটে হারালো চিটাগাং ভাইকিংস। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খুলনার দেয়া ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়ে চিটাগাং।
এদিন ব্যাক টু ব্যাক ফিফটি তুলে নেন তামিম ইকবাল। তার ৫৯ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংসেই জয় সহজ হয়ে যায় চিটাগাংয়ের। ক্রিস গেইল করেন ১১ বলে ১৯ রান। খুলনার হয়ে একটি করে উইকেট নেন কেভিন কুপার ও শুভাগত হোম।
এর আগে তাসকিন-নবী-ইমরান-সাকলাইনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপের মধ্যে ছিল টস জিতে ব্যাটিংয়ে নামা খুলনা। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে ১৩১। সর্বোচ্চ ৪২ রান আসে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে।
দুই পেসার তাসকিন আহমেদ ও ইমরান খান দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে নেন মোহাম্মদ নবী, শুভাশিষ রায় ও সাকলাইন সজিব।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top