শিশুকে ঘুম পাড়াতে হেরোইন পুশ করতো বাবা-মা!

Unknown
সেবা ডেস্ক:  নিজেদের তিন শিশুকে ঘুম পাড়াতে ইনজেকশনের মাধ্যমে হেরোইন পুশ করার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ঘটেছে এই রোমহর্ষক ঘটনা।
 
 
পুলিশ জানিয়েছে, অ্যাশলি হাট ও ম্যাক লিরয় ম্যাকাইভার দম্পতি ইদুরের বিষ্ঠা, ড্রাগের ইনজেকশন ও হেরোইনে ভরা বাড়িতে ছয়, চার ও দুই বছরের তিনটি শিশু নিয়ে বাস করছিল। আদালতে তদন্ত কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে ছয় বছরের শিশুটিকে উদ্ধৃত করে বলা হয়, তাদের বাবা মা ভালো লাগার ওষুধ ইনজেকশনের মাধ্যমে পুশ করতো। শিশুটি জানায়, সাদা রংয়ের পাউডার পানিতে মিশ্রিত করে তাদের ইনজেকশন দেয়া হতো। দুটি শিশুর দেহে পরীক্ষায় ড্রাগ পাওয়া গেছে এবং শরীরে ইনজেকশন পুশ করার ক্ষতচিহ্ন পাওয়া গেছে।    
 
শিশুদের জীবন বিপন্ন করার অভিযোগে সোমবার শিশুদের মা অ্যাশলি হাটকে আদালতে হাজির করা হয়, ম্যাক লিরয় ম্যাকাইভারের বিরুদ্ধে আনা হয়েছে এই অভিযোগ। এই জুটি অভিযোগ অস্বীকার করেছে, তবে তারা যে হেরোইনে আসক্ত সেটা স্বীকার করেছে।  শিশুদের গত বছরের নভেম্বর ওই বাসা থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ওয়াশিংটন পোস্টকে পুলিশ বলেছে, শিশুগুলো ঘৃণ্য পরিবেশে বাস করতো। হেরোইনের বিষয়টা বাদ দিলেও সেখানে বসবাসের কোনো পরিবেশই ছিল না। বিবিসি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top