মসুলে ৪০ বেসামরিককে হত্যা করেছে আইএস : জাতিসংঘ

Unknown
সেবা ডেস্ক:  মসুলে ৪০ জন বেসামরিক নাগরিককে আইএস হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক অফিস জানায়, নিহতদের লাশ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
 
এছাড়াও নিজেদেরই ছয় যোদ্ধার শিরোশ্ছেদ করেছে আইএস। মুখপাত্র লাবিদা শামদাসানি জানান, তাদের সূত্রমতে ইরাকি সামরিক বাহিনীর প্রায় ৫০ সদস্যকেও আইএস হত্যা করেছে।
 
হাম্মাম আল-আলিলে একটি গণকবরও রয়েছে যেখানে শতাধিক লাশ মাটিচাপা দেয়া হয়েছে।
 
১৭ অক্টোবর মসুল পুনরুদ্ধার করতে প্রায় ৫০ হাজার ইরাকি সেনা, কুর্দিসেনা অগ্রসর হয়। তাদের সমর্থন দেয় মার্কিন নেতৃত্বধীন সামরিক জোট। দুই বছরে আগে এই শহর দখলে নেয় আইএস। স্কাই নিউজ
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top