
ওই কারখানায় শুক্রবার সকালে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
শুক্রবার ভোর ৪টা নাগাদ আগুন উত্তর প্রদেশের সাহিবাবাদের ওই কাপড়ের গুদামে। খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল কর্মীরা। বড়সড় বিপদের আঁচ পেতেই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন তারা। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।
অক্টোবরের প্রথমদিকে গাজিয়াবাদের ফারুকনগরে একটি বাজির কারখানায় আগুন লাগে। ফারুকনগরের ওই কারখানায় কেন আগুন লেগেছিল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।