এস.এইচ.এম তরিকুল ইসলাম: নিজেদের দাবি আদায়ে আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান, ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি, সাংবাদিক নির্যাতন ও হয়রানি এবং বিনা কারণে চাকরিচ্যুতর প্রতিবাদে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে শুক্রবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত মানববন্ধনে আরইউজে’র নেতারা এ আহ্বান জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হন সাংবাদিকরা। হাতের মুঠোয় জীবন নিয়ে তারা কাজ করেন। অথচ, তাদের চাকরির কোনো নিরাপত্তা নেই। কথায় কথায় তাদের চাকরিচ্যুত করা হয়। তাই কর্মরত সব সাংবাদিককে নিয়োগপত্র দিতে হবে। বিনা কারণে কোনো নোটিশ ছাড়া সাংবাদিকদের চাকরিচ্যুতি করা চলবে না।
বক্তারা আরও বলেন, পত্রিকাগুলো বিভিন্ন কৌশলে তাদের বিজ্ঞাপনের মূল্য বৃদ্ধি করে। কিন্তু বছরের পর বছর ওই প্রতিষ্ঠানের সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন হয় না।
সাংবাদিকরা সামান্য বেতনে মানবেতর জীবনযাপন করেন। তাই অনতিবিলম্বে ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে হবে। এসময় আরইউজে নেতারা আগামি ৪ ডিসেম্বর’র মধ্যে রাজশাহীর মিডিয়া হাউজগুলোকে তাদের সব সাংবাদিকদের নিয়োগপত্র দেওয়ার সময় বেধে দেন। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রয়োজনে পত্রিকা অফিসগুলোর সামনে রাস্তায় গিয়ে বসা হবে বলেও ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
কর্মসূচি থেকে রাজশাহীর যেসব সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে সেগুলো প্রত্যাহার দাবি জানানোর পাশাপাশি যেসব সাংবাদিককে কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে তাদের রোববার (০৬ নভেম্বর) শ্রম আদালতে মামলা করারও পরামর্শ দেওয়া হয়েছে।
আরইউজে’র সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য জাবীদ অপু, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু, আরইউজে’র সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান ও আরইউজের কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে সঞ্চালনা সমাবেশ করেন আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ।