আসছে বান্নাহ’র নির্মিত তৌসিফ-মেহজাবিনের ‘মায়াপুরের মায়া’

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  তৌসিফ মাহবুব ও মেহজাবিন চৌধুরী একসঙ্গে অভিনয় করেছেন টেলিছবি ‘মায়াপুরের মায়া’। ২৪ নভেম্বর, আজ  বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি। 
 
গল্পে দেখা যাবে, ফটোগ্রাফার মায়মুন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। হুট করে পরিচয় হয় মায়ার সঙ্গে। ধীরে ধীরে চেনা জানা, পরে তা ভালবাসায়। কিন্তু অতি রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় এ সম্পর্ক মেনে নিতে পারে না পরিবারটি। শেষ অবধি কী হবে সেটি দেখা যাবে সন্ধ্যায়। এখানে মায়মুন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আর মায়া মেহজাবিন চৌধুরী।টেলিফিল্মটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। 
 
বান্নাহ বলেন, কাজটি আমি গত জুনে করেছিলাম। মূলত ঈদের নাটক হিসেবে বানিয়েছিলাম। কোন একটি কারণে তখণ এটি যায়নি। ব্যক্তিগতভাবে এটি আমার খুব পছন্দের একটি কাজ। তিনি আরো বলেন, নিজের কাজ হিসেবে না, কাজের মানের বিচারে বলবো টেলিফিল্মটিতে ভাল কাজ হয়েছে। দর্শক এটি দেখলেই বুঝবে, মেকিং, গল্প কেমন হয়েছে।
 
উল্লেখ্য, তৌসিফ-মেহজাবিন ছাড়াও এখানে আরো দেখা যাবে কাজী উজ্জ্বল, জামিল হোসেনসহ অনেককে। টেলিফিল্মটিতে মিনারে আহারে অ্যালবামে তারই গাওয়া ‘আসবো তোমার কাছে’ গানটি থাকছে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top