মমতাজের 'লোকাল বাস'-এর যাত্রী সংখ্যা এখন ৪০ লাখের বেশি

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  কণ্ঠশিল্পী মমতাজের 'লোকাল বাস'-এর যাত্রী সংখ্যা এখন ৪০ লাখ ২২ হাজারেরও বেশি।
 
গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ২ মাস আগে 'লোকাল বাস' নামে একটি মিউজিক ভিডিও মুক্তি পায়। এরপর থেকেই এর দর্শক সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
 
মিউজিক ভিডিও'র গানটি লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী। এই গানে মমতাজের সাথে আরও কণ্ঠ দিয়েছেন প্রীতম ও সাফায়াত। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান ও লুৎফর হাসান।
 
এর মাধ্যমেই প্রথমবারের মতো মিউজিক ভিডিও'তে মডেল হয়েছেন অভিনেত্রী টয়া। তার বিপরীতে রয়েছেন মডেল সৌমিক আহমেদ। লোকাল বাসের নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top