কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলীকে কেন্দ্রীয় কমিটির দলীয় সমর্থন দেয়ায় সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম বাসী

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২৯.১১.২০১৬ঃ

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলীকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দলীয় সমর্থন দেয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি মোঃ জাফর আলীকে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম বাসী। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সংবর্ধনা সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, কুড়িগ্রাম আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক ছানা লাল বকসী, আওয়ামীলীগ নেতা শেখ রিয়াজুল ইসলাম বাবুল, সাঈদ হাসান লোবান, ওবায়দুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।

বক্তারা বলেন, কুড়িগ্রামের সকল উন্নয়ন যার হাত ধরে হয়েছে সেই ব্যাক্তিকে মাননীয় প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের সহ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃত্ব তাকে আগামী জেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন দেয়ায় সঠিক কাজটি করেছেন। এ জন্য তাদেরকে কুড়িগ্রাম জেলা বাসাীর পক্ষথেকে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। সেই সাথে অবহেলিত কুড়িগ্রাম জেলার চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে  আগামী জেলা পরিষদ নির্বাচনে মোঃ জাফর আলীকে নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সকল ইউনিয়ন উপজেলা ও পৌরসভার মেয়র চেয়ারম্যান, কাউন্সিলর ও সদস্যদের প্রতি আহবান জানানো হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top