বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও হিরোইন সহ দুই মাদক ব্যবসায়ী আটক

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হিরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।


সোমবার রাতে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সারমারা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বগারচর ইউনিয়নের টাংগারীপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে জামিউল হক (৩৬) ও সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামের হযরত আলীর ছেলে সুন্দর আলী (৪০)।


পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর ওই রাতে সারমারা বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট পাচার করার সময় জামিউল হককে এবং টালিয়া পাড়া এলাকা থেকে ৩ গ্রাম হিরোইন সহ আটক করা হয়।

মাদক পাচার করায় ওই দুই জনের বিরম্নদ্ধে বকশীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।


বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, আটককৃতদের মঙ্গলবার জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top