"চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কে মর্মান্তিক দূর্ঘটনায় কেড়ে নিলো পুলিশ কনস্টেবলের প্রাণ"

Unknown
সেবা ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কে দৌলতপুর এলাকার ঝুমুর কমিউনিটি সেন্টারের সম্মুখে যাত্রীবাহী বাস চাপায় মটর বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় এ দূর্ঘটনায় মটর বাইকের অপর আরোহী গুরুতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার সকাল এগার টার দিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ করিম উদ্দীন (৩৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়। অপর দিকে ঐ মটর বাইকে আরোহী  মিটু নামে এক পুলিশ কনস্টেবল গুরুতরভাবে আহতের খবর পাওয়া যায়। সড়ক দূর্ঘটনায় নিহত ওই পুলিশ সদস্য মোঃ করিম উদ্দীন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর এর ছোট ভাই বলে জানা যায়। 

এদিকে এ দূর্ঘটনায় আনোয়ারা থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও হেলপার কৌশলে পালিয়ে যাওয়ায় তাদেরকে কে আটক করতে পারেনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top