কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত : ব্রাজিলিয়ান ফুটবলার সহ নিহত ৭৬

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ব্রাজিলের পেশাদার ফুটবলারবাহী একটি বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত হয়ে ৭৬ জন নিহত হয়েছে। বিমানে ৭৬ জন ফুটবলার ছিলেন।  ফুটবলার সহ ৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বলিভিয়া থেকে মেডেলিন বিমানবন্দরে যাচ্ছিল প্লেনটি। মধ্যপথে এই দুর্ঘটনার পর সেখানে উদ্ধারকারী দল প্রেরণ করা হচ্ছে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান কর্তৃপক্ষ জানায়, বলিভিয়া থেকে কোন রকম সমস্যা ছাড়াই বিমানটি উড্ডয়ন করে। কিন্তু পথমধ্যে কলম্বিয়ায় সেটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় কেউ জীবিত আছে কিনা তাও নিশ্চিত নয় বলে জানায় তারা।
 
বিমানটি উদ্ধারে কলম্বিয়ার বিমান বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী কাজ করছে বলে জানিয়েছে দেশটির সরকার। স্থানীয় মেয়রও ঘটনা পরিদর্শনে উপস্থিত আছেন বলে এক টুইট বার্তায় জানা যায়। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top