আসছে বছর আইপিএলে থাকছেন না ওয়াসিম আকরাম

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  পেশাদার ও ব্যক্তিগত প্রতিশ্রুতির কারণে কিছু সময়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। সে কারণে আগামী মৌসুমে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)-্ই  বোলিং কোচ ও মেন্টর হিসেবে কেকেআরের সাথে দেখা যাবে না আকরামকে। 

এ সম্পর্কে ওয়াসিম আকরাম বলেছেন, গত কয়েক বছরে দারুণ প্রতিভাবান কিছু খেলোয়াড়ের সাথে কাজ করাটা আমি বেশ উপভোগ করেছি। অবশ্যই আসন্ন মৌসুমে তাদের সাথে থাকতে না পারাটা হতাশার। তবে আমি কেকেআর এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। 
কেকেআরের প্রধান নির্বাহী ভিনকে মাইসোর জানিয়েছেন তার দল আকরামের অনুপস্থিতি অনুভব করবে। গত কয়েক বছরে কেকেআর পরিবারের সাথে ওয়াসিম আকরাম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। 
২০১২ ও ২০১৪ সালে দুটি আইপিএল শিরোপাজয়ী কেকেআর আগামীবার দশম আসরেও শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে।-বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top