সেবা ডেস্ক: ভারতের গৌতম নগর এলাকায় শুক্রবার রাতে প্রতিবেশীর হাতে ১২ বছরের এক বালিকা যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত সুরেন্দ্র হরিজন (৩৫) কিছু কাজের কথা বলে মেয়েটিকে ডেকে আনে। এরপর সে তাকে একটি কামরায় নিয়ে গিয়ে অশ্লীল সিনেমা দেখায় ও যৌন হয়রানি করে। তিনি বলেন, পরে মেয়েটি তার পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানালে তারা থানায় একটি এফআইআর করে। অভিযুক্ত সুরেন্দ্র পলাতক রয়েছে। পিটিআই।
