সেবা ডেস্ক: হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে রুম্পা (২০) নামের এক গৃহবধু আগুনে পুড়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসারত অবস্থা ৩দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পরপারে পাড়ি দিতে হল এই গৃহবধুকে। নিহত গৃহবধু রুম্পা চারিয়া গ্রামের মুনার বাড়ীর ফারুকের ছেলে পারভেছের স্ত্রী।
এসআই জাহাঙ্গীর বলেন গত ১৪ই ডিসেম্বর বুধবার সকালে নিহত গৃহবধু রুম্পা (২০) তার ২০দিনের শিশু সন্তানের জন্য পানি গরম করতে চুলায় আগুন দেয়। সে আগুন তার শাড়ীতে লেগে গিয়ে শরীরের পুড়ে যায়। সাথে সাথে পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয়। নিহত রুম্পার বাড়ী হাটহাজারী সদরের দেওয়ান নগর আজিম পাড়া বলে জানান।- ইত্তেফাক
