সেবা ডেস্ক: অচিরেই সারাদেশে সড়ক পরিবহন কর্পোরেশনের ৬'শ নতুন বাস ও ৫'শ ট্রাক রাস্তায় নামানো হবে। এমনটি জানালেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মিজানুর রহমান।
শনিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) পাবনা বাস ডিপোর শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় কালে তিনি এ তথ্য জানান।
আর আগে তিনি পাবনা বিআরটিসির ডাইভিং ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন ও পাবনা ডিপোর নব নির্মিত জামে মসজিদের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা ডিপোর ভারপ্রাপ্ত ডিজিএম কাজী নাছিরুল হক, বগুড়া বাস ডিপোর ম্যানেজার মনিরুজ্জামান বাবু,বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের সভাপতি ইলিয়াছ পারভেজসহ অনেকে।
