বিজ্ঞানীরা খুজে পেল কোলেস্টেরল নিয়ে নতুন তথ্য

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  রক্তের কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে মস্তিষ্কে অ্যামাইলয়েড নামক এক ধরনের প্রোটিন জমে। আর মস্তিষ্কে অ্যামাইলয়েডের আধিক্য আলঝেইমারস বা স্মৃতিভোলা রোগের ঝুঁকি হিসেবে দেখা হয়।
 
এই নতুন গবেষণাটিতে প্রতীয়মান হয়েছে রক্তের ভালো কোলেস্টেরল এইচডিএল এবং খারাপ কোলেস্টেরল এলডিএল শুধু হার্টের জন্য ভালো তাই নয়, এটা ব্রেইন সুরক্ষার জন্যও হিতকর। তবে বিশেষজ্ঞগণ এটাও বলছেন, যদি ভালো কোলেস্টেরল হ্রাস পায় এবং মন্দ কোলেস্টেরল এর পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তাদের আলঝেইমারস রোগের ঝুঁকি থাকে। জেএএমএ নিউরোলজি জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে।
 
এ ব্যাপারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিস আলঝেইমারস ডিজিজ সেন্টারের নিউরোলজির অধ্যাপক ড. ব্রুস রিড-এর অভিমত হচ্ছে, রক্তের কোলেস্টেরল-এর অসামঞ্জস্যতা থেকে অর্থাৎ ভালো কোলেস্টেরল কমে গেলে এবং খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে আলঝেইমারস রোগে আক্রান্ত হবার ঝুঁকি বেড়ে যায়। তাই বিশেষজ্ঞগণের অভিমত হচ্ছে, রক্তে কোলেস্টেরল থেকে শুধু হার্টের সমস্যা নয়, মস্তিষ্কের সমস্যাও হতে পারে। তাই কোলেস্টেরল নিয়ে অবহেলা করা উচিত নয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top