যুদ্ধাপরাধের একটি মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করল প্রসিকিউশন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় নড়াইলের আব্দুল ওহাব (৮০) এবং ওমর আলী শেখসহ (৬৫) তিন আসামির বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন।
 
এ বিষয়ে পরবর্তী দিন আগামী ১৫ ফেব্রুয়ারি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী এর দুই সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন।  প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইদুর রহমান এবং রেজিয়া সুলতানা চমন।
 
প্রসিকিউটর রেজিয়া সুলতানা সাংবাদিকদের জানান, মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করে তদন্ত প্রতিবেদনের জন্য ৩ মাসের সময় চাওয়া হয়।  আদালত আগামী ১৫ ফেব্রুয়ারি পরবর্তী দিন নির্ধারণ করেছেন।  এ মামলায় তিন আসামির মধ্যে দুই আসামি গ্রেফতার রয়েছেন।  একজন এখনও পলাতক রয়েছে বলে জানান এ আইনজীবী। 
 
২০১৫ সালের ১০ ডিসেম্বর সদর উপজেলার ফুলশ্বর গ্রাম থেকে নাশকতার মামলায় ওহাবকে এবং ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি নড়াইল পৌরসভার বরাশুলা থেকে ওমরকে আটক করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top