সেবা ডেস্ক: রাজধানীর শাহজাহানপুরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে শিপন (৩০) নামে এক যুবক মারা গেছে। শনিবার ভোররাতে শাহজাহানপুর ফ্লাইওভার সংলগ্ন রেলওয়ে বস্তিতে এ ঘটনা ঘটে। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মাবুদ। এ ঘটনায় নিহতের স্ত্রী হোসনে আরা বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
পরিদর্শক আবদুল মাবুদ জানান, নিহত শিপন মাদকাসক্ত। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, শিপন বস্তির ছোট একটি ছাপড়ায় ঘরে থাকতেন। ঘটনার সময় আর কেউ ছিলনা। ওই ছাপড়া সংলগ্ন দুইটি মেহগনি গাছে এলোমেলেভাবে অনেক বৈদ্যুতিক তার রয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে শিপনের পাশের একটি ছাপড়া আংশিক এবং আলম নামে একটি ফার্নিচার দোকানের কিছু আসবাবপত্র পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে। আগুন নেভানোর পর শিপনকে মৃত অবস্থায় পাওয়া যায় সেখানে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক জানান, শনিবার ভোররাত ৩টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেলে খিলগাঁওয়ের দুটি ইউনিট গিয়ে রাত ৪টা ২০ মিনিটে আগুন নেভায়। তিনি বলেন, আগুনে বস্তির দুইটি ঘর পুড়ে গেছে। শিপন নামের একজন মারা গেছেন।
