জাতীয় হকি দলে ডাক ফেলো আরও ১৫জন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে অনুশীলন করছে জাতীয় হকি দল। এই দলকে শক্তিশালী করতে কয়েকটি অনুশীলন ম্যাচের আয়োজন করেছে হকি ফেডারেশন। যার প্রেক্ষিতে অনূর্ধ্ব-২১ ও ১৮ দলের আরও ১৫ জনকে নতুন করে ক্যাম্পে ডাকা হয়েছে।
জাতীয় হকি দলের বিপরীতে প্রস্তুতি ম্যাচ খেলবে। ডাক পাওয়াদের সোমবার বেলা আড়াইটায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোচ অলিভার কার্টজের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
পরবর্তীতে এখান থেকে ভালো খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ দেয়া হবে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে। 
নতুন করে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন-আবু সাইদ নিপ্পন, মহিদুল ইসলাম, রোকনুজ্জামান সোহাগ, আবদুল মালেক, বেলাল হোসেন, রাতুল আহমেদ অনিক, সাব্বির রানা, ফজলে হোসেন রাব্বি, নাইম উদ্দিন, মাহবুব হোসেন, রাজু আহমেদ, রাব্বি সালেহীন রকি, দ্বীন ইসলাম ইমন, আরশাদ হোসেন ও শামিম মিয়া।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top