'স্বাধীনতার প্রতীক হিসেবে পূর্বাচলে নির্মাণ করা হবে ৭১তলা আইকনিক টাওয়ার । '

Unknown
সেবা ডেস্ক:  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, 'স্বাধীনতার প্রতীক হিসেবে পূর্বাচলে ৭১তলা বিশিষ্ট আইকনিক জোড়া (টুইন) টাওয়ার নির্মাণ করা হবে। '
এ ব্যাপারে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে উল্লেখ করে তিনি বলেন, 'মাটি পরীক্ষা করে বাস্তবসম্মত ফলাফল পাওয়া গেলে সেখানে আরেকটি ১৪২তলা ভবন নির্মাণ করা হবে।  এ জন্য প্রয়োজনীয় জমি সংরক্ষণ করা আছে।'
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা কেন্দ্র ও স্টিল স্ট্রাকচার ম্যানুফেকচারিং এসোসিয়েশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে 'স্টিল স্ট্রাকচার: নিউ এরা ইন ডেভেলপমেন্ট' শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'স্টিল স্ট্রাকচার ভবনের স্থায়িত্ব বাড়ায় এবং নির্মাণ কাজের সময়ও কম লাগে। ' -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top