মুরাদনগরে জসিম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

Unknown
সেবা ডেস্ক:  কুমিল্লার মুরাদনগর উপজেলায় জসিম উদ্দিনকে খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
 
রবিবার বিকাল উপজেলাধীন কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খোরশেদ আলম, রুহুল আমীন, বাবুল মিয়া, আব্দুল আজিজ মোহন, সুফিয়া খাতুন, জয়দল হোসেন, খবির মিয়া, লিটন হোসেন, সূরুজ মিয়া, আব্দুর রাজ্জাক, বাবুল মিয়া ও রশিদসহ নবীপুর পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, বুধবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বাখরনগর গ্রামের আব্দুল আজিজ মোহনের ছেলে জসিম উদ্দিনকে পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top