ঘূর্ণিঝড় ‘ভারদা’র কারণে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে সতর্কতা জারি

Unknown
সেবা ডেস্ক:  ঘূর্ণিঝড় ‘ভারদা’র কারণে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে সতর্কতা জারি করেছে সরকার। সোমবারই রাজ্যদুটিতে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
  
দেশটির আবহাওয়া অফিস জানায়, সোমবার বিকালে প্রতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। রবিবার বিকেল থেকেই চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। তামিলনাড়ু সরকার সমস্ত জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, চেন্নাইবাসীদের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। 
 
এছাড়া জেলেদেরকেও এইসময়ে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ঝড়ো বাতাসে ইতোমধ্যে বেশ কয়েকটি গাছ উপড়ে গেছে। সবাইকে গাছের নিচে গাড়ি পার্ক না করার পরামর্শ দেয়া হয়েছে।  বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। সিএনএন
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top