সেবা ডেস্ক: বলিউডের অভিনেতা অক্ষয় কুমার শুটিং সেটে পিঠে চোট পেয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে তার আসছে 'জলি এলএলবি ২' সিনেমার শ্যুটিং সেটে।
জানা গেছে, একটি প্রোমোশনাল গানের শুটিং শেষ করতে দ্রুত কাজ সারছিলেন টেকনিশিয়ানরা। হঠাৎই নাকি পিঠে চোট পান নায়ক। সাথে সাথেই তাকে হাসপাতালে নেয়া হয়। দিনভর ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ছিলেন তিনি। আপাতত কয়দিন বিশ্রামে থাকতে হবে এ তারকাকে।
উল্লেখ্য, 'জলি এলএলবি ২' ছবিটিতে অক্ষয় একজন উকিলের ভূমিকায় কমেডি ধাচের অভিনয় করছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।