শেষবারের মত নিখোঁজ সেই মালয়েশিয়ান বিমানের খোঁজে

Unknown
সেবা ডেস্ক:  শেষবারের মত মালয়েশিয়ান বিমান এমএইচ ৩৭০ এর খোঁজে জাহাজ পাঠাল ডাচ জাহাজ ফুগ্রো ইকুয়েতর। বর্তমানে এই একটি জাহাজ বিমানটির খোঁজ জারি রেখেছে। সোমবার অস্ট্রেলিয়ার বন্দর ফামেন্ডেল ছেড়ে আসার আগে জানানো হয়, শেষ বারের মত এমএইচ ৩৭০ বিমানটি খুঁজতে সাগরে যাচ্ছে তারা।
২০১৪ সালে ভারত সাগরে মালয়েশিয়ার এমএইচ৩৭০ বিমানটি হারিয়ে যাওয়ার পর থেকে বেশ বড় পরিসরে ব্রিটিশ নৌ বিভাগ, মার্কিন নৌ বিভাগ সহ আরো বেশ কিছু দেশ মিলে ভারত মহাসাগরে খোঁজ অভিযান চালায়। ২০১৭ সালের শুরুর দিকে সেই বৃহৎ খোঁজে অভিযানের সমাপ্তি হবে ফুগ্রো ইকুয়েতর জাহাজের মাধ্যমে। আগামী বছরের শুরুর কয়েক মাসের ভেতরে মহাসাগরের শেষ একটি অংশে খোঁজ চালাবে তারা। এই অভিযানেও জাহাজটি পাওয়া না গেলে খোঁজ অভিযানের সমাপ্তি টানা হবে।
উল্লেখ্য, দীর্ঘ ২ বছর ধরে চালানো এই অভিযানে এখন পর্যন্ত জাহাজের একটি ভাঙ্গা অংশেরও খোঁজ মেলেনি। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top